Full-Width Version (true/false)

false

Thursday, June 28, 2018

কর্মক্ষেত্র বা চাকুরীতে যে প্রধান দু ধরনের স্কীল বা দক্ষতা প্রয়োজন ।


যখন আমরা কোন প্রতিষ্ঠানে চাকুরীর জন্য যাই বা ইন্টারভিউ তে অংশগ্রহণ করি তখন কর্তপক্ষ আমাদের কাছ হতে ২ ধরনের স্কীল বা দক্ষতা প্রত্যাশা করে থাকে । চাকুরী ছাড়াও আমরা যদি ব্যাবসা বানিজ্য বা নিজেদের কর্মক্ষেত্রেও থাকি, তাহলেও আমাদের দু’ধরনের স্কীল বা দক্ষতা প্রয়োজন । আসুন আমারা জেনে নেই এই দু ধরনের স্কীল বা দক্ষতা গুলো কি কি এবং কি তাদের পরিচিয়: ১- হার্ড স্কীল ২- সফট স্কীল ।  হার্ড স্কীল: হার্ড স্কীল হলো সমগ্র দক্ষতা বা স্কীল সমূহের প্রধান অংশ যা সাধারণত চাকুরীতে প্রধান দক্ষতা হিসেব চাওয়া হয়ে থাকে। যে প্রধান যোগ্যতার উপর ভিত্তি করেই কর্মজীবনের মূল সফলতা নির্ভর করে থাকে । হার্ড স্কীলগুলো একাডেমীক শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষন, সার্টিফিকেট, কোর্স, কর্মশালা ইত্যাদির উপর নির্ভর করে হয়ে থাকে । কর্মজীবনে সফলতার জন্য এ সকল হার্ড স্কীলের পাশা পাশি কতৃপক্ষ কিছু সফট স্কীলও চেয়ে থাকে। যা কর্মক্ষেত্রে টিকে থাকা ও সফলতার পিছনে বড় ভূমিকা পালন করে থাকে । সর্বপরি, হার্ড স্কীল বলতে বুঝায় কোন নির্দিষ্ট বিষয়ের উপর স্পেশালিটি বা দক্ষতা বা জ্ঞান । যেমন পৃথিবীর বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন পেশায় দক্ষ বা স্কীলড, ডাক্তাররা চিকিৎসা তথা ডাক্তারি তে একজন ডাক্তারের মেডিসিন সম্পর্কে স্পেশাল জ্ঞান ও দক্ষতাই তার হার্ড স্কীল । আবার যেমন হার্ড স্কীল হলো, কম্পিউটার প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন, একাউন্টিং ইত্যাদি ।  সফট স্কীল: সফট স্কীল কি ? সফট স্কীল হল, সহায়ক স্কীল । এমন সব স্কীল যা আপনার সামাজিক দক্ষতা, এবং পার্সোনালিটি ট্রেইটসগুলোর উপর সরাসরি প্রভাব ফেলে । সফট স্কীল গুলো আপনাকে আপানার কর্ম পরিবেশে আপনার হার্ড স্কীলগুলো যথাযথ বাস্তবায়নে সহযোগিতা করবে । সফট স্কীলগুলো হলো সাধারণত, আপনার ব্যাক্তিত্ব, নেতৃত্বগুণাবলী, যোগাযোগ দক্ষতা, সৎগুণাবলী ইত্যাদি ইত্যাদি । হার্ড স্কীল এবং সফট স্কীলের মধ্যে একটি বেসিক পার্থক্য হলো, হার্ড স্কীল গুলো আমরা একাডেমীক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি’তে শিক্ষক বা সিলেবাস এ আমাদের কে কিছু নির্দিষ্ট স্কীল বা দক্ষতা শিখিয়ে থাকে তা । আর সফট স্কীল , আমরা আমাদের পরিবার, সমাজ ইত্যাদি হতে পরিবার সমাজ ও কর্মক্ষেত্রে মানুষের সাথে আমাদের মিথস্ক্রিয়ার ফলে আমরা যে মূল্যবোধ, নীতি, নৈতিকতা, উদারতা ইত্যাদি শিখি তা । হার্ড স্কীল আর সফট স্কীলের আরেকটি পার্থক্য আমরা বলতে পারি, হার্ড স্কীলগুলো একাডেমিক সার্টিফিকেট, পরিক্ষা ইত্যাদির মাধ্যমে আমরা গণনা করতে পারি, পরিমাপ করতে পারি । বা আমরা এভাবে বলতে পারি যা আমরা অনেকটা ছুঁতে পারি । কিন্তু সফট স্কীলগুলো ঠিক এভাবে পরিমাপ করা যায় না বা ছোঁয়া যায় না । - আচ্ছা তাহলে, আমাদের কর্ম জীবনে কোনটির বেশী প্রয়োজন ? হার্ড স্কীল নাকি সফট স্কীলের ? আমাদের কর্ম জীবনে দু’টোরই প্রয়োজন । আমাদের উচিত আমাদের একাডেমীক জীবনে হার্ড স্কীলগুলো অর্জন এবং এর পাশাপাশি সফট স্কীলগুলোর ব্যাপারেও আমাদের মনোযগী হতে হবে ।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment